Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘লিডার’ হয়ে আসছেন মৌসুমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview


চারদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। ‘উন্নয়নের গতিকে তরান্বিত করতে লিডারকে জয়যুক্ত করুন’ এমন স্লোগানে ভোট চাইতে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। তবে বাস্তবে নয়, তিনি ভোট চাইবেন সিনেমায়। আগামী শুক্রবার (১৬ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত দিলশাদুল হক শিমুল পরিচালিত রাজনৈতিক ছবি ‘লিডার’।

এ প্রসঙ্গে পরিচালক দিলশাদুল হক শিমুল বলেন, ‘এই ছবির মাধ্যমে লিডার হয়ে আসছেন নায়িকা মৌসুমী। আগামী ১৬ নভেম্বর সারাদেশে ‘লিডার’ ছবিটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে আমরা ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করেছি। আশা করি সারা দেশে সর্বোচ্চ সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।’

ছবির গল্প নিয়ে শিমুল বলেন,‘একেবারেই গল্প নির্ভর ছবি ‘লিডার’। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক কিছু বিষয় গল্পের মাধ্যমে উঠে আসবে। দর্শক নিজের জীবনের ছায়া দেখতে পাবেন এই ছবির মধ্য দিয়ে।’

তিনি আরো বলেন,‘আরো আগে আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন বাধার কারণে আমরা ছবিটি মুক্তি দিতে পারিনি। তবে এবার আমরা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছি।’

এদিকে মৌসুমী বলেন,‘ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। এই ছবির মধ্যে দর্শক সুন্দর একটি গল্প ও প্রেক্ষপট পাবেন। ছবিটিতে কাজ করে অনেক ভালো লেগেছে। আমি মনে করি এমন ছবি সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনবে।’

প্রসঙ্গত, ‘লিডার’ ছবিতে মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ।

Bootstrap Image Preview