Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেগমগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ 

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাস্থ বড় পোল এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় তাদের।

গ্রেফতারকৃতরা হলেন- শরীফপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র মো: জাহিদ (২২), হাজীপুর গ্রামের সোলেমানের পুত্র গিয়াস উদ্দিন মনু (২৩), নরোত্তমপুর গ্রামের হুমায়ুন কবিরের পুত্র আব্দুল্লাহ আল নোমান (২৩), গণিপুর গ্রামের বাহার উদ্দিনের পুত্র সবুজ উদ্দিন মহিন (২৪)।

এসময় তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আবুল খায়ের তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 


 

Bootstrap Image Preview