Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শরিকদের জন্য ৭৫ অাসন ছেড়ে দেবে মহাজোট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শরিকদের জন্য ৭৫টি আসন ছেড়ে দেবে মহাজোট।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের তালিকা অনেক আগেই পেয়েছি। আমাদের দলের তালিকা চূড়ান্ত করছি। এরপর শরিকদের সঙ্গে বসবো।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শরিকদের প্রত্যাশা অনেক। অ্যালায়েন্স'র (জোট) বিষয়টি অামরা মাথায় রেখেছি। অল্পদিনের মধ্যেই তাদের সঙ্গে বসে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কপোর্রেশনের পদে থেকে যারা অাবেদন করেছেন তারা মনোনয়ন পাবেন না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া দল তাদের মনোনয়ন দেবে না।

Bootstrap Image Preview