জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিকারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কর্মশালায় সদর উপজেলা সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলাম।
বক্তারা বলেন,সকলের সমন্বয়ে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে, সমাজকে আরও সচেতন করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বাল্যবিবাহ বন্ধ করতে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ খবর পাওয়া মাত্রই উপজেলা নির্বাহী অফিসার, মহিলা অধিদপ্তরকে অবগত করতে হবে।
বক্তরা পুলিশ ও স্থানীয় মওলানা, কাজি ও নোটারী পাবলিককে কঠোর সমালচনা করেন। প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বাল্যবিবাহ বন্ধ করতে কঠোরভাবে আইন প্রয়োগ করার আশ্বাস দেন। নারী নির্যাতন বন্ধ করতে সমাজের নারী সমাজকে এগিয়ে আসতে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছেন। সমাজে বাল্যবিবাহ-বহুবিবাহ বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনকেও এগিয়ে আসতে হবে।