Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মনোনয়নপত্র কিনলেন অভিনেত্রী তারিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৫৬ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

তারিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি সরাসরি নির্বাচনে অংশ নেব। যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন, তার জন্য কাজ করব।

এই অভিনেত্রী জানান, আমরা চাই দেশে উন্নয়নের ধারা বজায় থাকুক। জ্বালাও পোড়াও নয়, আমরা চাই দেশের উন্নয়নের রাজনীতিতে সবাই সম্পৃক্ত হোক।

তারিন আরও জানান, যেদিন থেকে রাজনীতি বোঝেন, সেদিন থেকেই তিনি আওয়ামী লীগের সমর্থক। তবে রাজনীতিতে সক্রিয় হন ২০১৩ সালে। বছর দুয়েক আগে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সঙ্গে তিনি যুক্ত হন। মিডিয়ার সঙ্গে যুক্ত, এমন তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনের অন্যতম সদস্য তারিন।

Bootstrap Image Preview