Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১০:১০ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১০:১০ AM

bdmorning Image Preview


কাধের ইনজুরির কারনে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন ওয়েষ্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডে দলের অধিনায় অধিনায়ক জেসন হোল্ডার। তার অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ ব্যাথওয়েটকে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোল্ডারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিং এ তার অবস্থান এখন ৩। এছাড়া এ বছর টেস্টে জেসন হোল্ডারের ব্যাটিং এভারেজ ৩৭ এবং বোলিং এভারেজ ১২।

এদিকে হোল্ডারের জায়গায় টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক জাহমার হ্যামিলটন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় ২৭। তার সম্প্রতি ইংল্যান্ডের লায়ন্সের বিপক্ষে সেঞ্চুরিও রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল

ক্রেগ ব্রাথওয়েতে (সি), সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জহ্যামার হ্যামিলটন, শিরমন হেইমায়ার, শাই হোপ, শারমন লুইস, কিমো পল, কিরন পাওয়েল, রেমন রেফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

Bootstrap Image Preview