Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চতুর্থ দিনে চলছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ দিনের মত মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার( ১৫ নভেম্বর) সকাল দশটায় এ কার্যক্রম শুরু হয়। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন নেতা-কর্মীরা।

সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৩ হাজার ৫৬৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এরই মধ্যে ৩৩৭টি ফরম জমা পড়েছে। রাত আটটা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ১৬ নভেম্বর পর্যন্ত।

এদিকে, গতকাল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview