Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্প ম্যাকরনের বাকযুদ্ধে উত্তেজনা!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


আমেরিকার সঙ্গে বন্ধুত্বের অর্থ এই নয় যে, তার দেশ ওয়াশিংটনের ক্রীড়নকে পরিণত হয়েছে। ইউরোপের কোনক্রমেই আমেরিকার ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে  ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এইসব কথা বলেছেন।

এদিকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীর কথিত অবদানের কথা স্মরণ করে ট্রাম্প ম্যাকরনকে বলেন, সে সময় মার্কিন বাহিনী এগিয়ে না এলে আপনাদেরকে আজ প্যারিসে বসে জার্মান ভাষা শিখতে হতো।

ঘটনার পর ফ্রান্স সরকারের মুখপাত্র বেনিয়ামিন গ্রিভক্স তার দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করে ট্রাম্পের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা না করে প্যারিসে সন্ত্রাসী হামলার বার্ষিকীকে ট্রাম্পের উচিত ছিল কিছুটা হলেও ‘ভদ্রতা’ বজায় রাখা।

ট্রাম্প মঙ্গলবার প্যারিসে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বড় ধরনের হামলার তৃতীয় বার্ষিকীতে ইমানুয়েল ম্যাকরনের সমালোচনা করে বলেন, নিজ দেশে ফরাসি প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি ইউরোপের জন্য সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন।

প্রেসিডেন্ট ম্যাকরন গত ৬ নভেম্বর এক সাক্ষাৎকারে ‘ইউরোপীয় সেনাবাহিনী’ গঠন করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে ইউরোপের উচিত আত্মরক্ষার নিয়ন্ত্রণ নিজের হাতে গ্রহণ করা।

Bootstrap Image Preview