Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের হাতে উখিয়ার ২ যুবক অপহৃত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


উখিয়া উপজেলার থাইনখালী ঘোনার পাড়া এলাকা থেকে স্থানীয় দুই যুবককে অপহরণ করে ব্যাপক মারধর করেছে রোহিঙ্গারা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় জনতা তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, গতকাল বুধবার ১৮ নাম্বার ক্যাম্প থেকে রাত ৯টার দিকে অপহরণ করে টাকা পয়সাসহ মোবাইল কেড়ে নেয় রোহিঙ্গারা। 

আহত বেলাল জানান, ঘোনার পাড়া বাড়ির সামনে থেকে আল ইয়াকিন সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে ক্যাম্প অভ্যান্তরে নিয়ে যায়।

পরে মুখ বেধে ব্যাপক মারধর করে টাকা পয়সা ও মোবাইল কেড়ে নিয়ে বালুখালী ঢালার মুখে ফেলে দেয়। সকালে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

Bootstrap Image Preview