আইপিএলের আগামী আসরকে সামনে রেখে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। সেই প্রকিয়ায় এর মধ্যেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই শঙ্কা ছিল সাকিবকেও কি ছেড়ে দিয় নাকি হায়দরাবাদ ? তবে সাকিবকে ধরে রেখেই নিলামের আগে দল গোছানোর প্রকিয়ায় প্রথম ধাপ সম্মন্ন করল সানরাইজার্স হায়দরাবাদ।
বৃহস্পতিবার ক্রিকেটারর ধরে রাখার তালিকা প্রকাশ করেছে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো। এদিকে ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে রিলিজ করে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ৷ চোটের কারণেই পরের মরশুমে ঋদ্ধিকে দল থেকে রিলিজ করে দিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি৷
ডিসেম্বরে রয়েছে আইপিএল নিলাম, সেখানে ঋদ্ধি নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি পান কিনা,সেটাই এখন দেখার৷ কাঁধের চোটের জন্য বিদেশে ঋদ্ধির অস্ত্রোপচার হয়৷ চোটের কারণে সাত মাসেরও বেশি সময় খেলার মধ্যে নেই পাপালি৷
ঋদ্ধিমান ছাড়াও আরও আট ক্রিকেটারকে ছেড়ে দিল সানরাইজার্স৷ তালিকায় রয়েছে সচীন বেবি, ক্রিস জর্ডন, অ্যালেক্স হেলস, কার্লোস ব্রাথওয়েট, শিখর ধাওয়ান সহ (দিল্লি দলকে বিক্রি করা হয়েছে) আরও কয়েকজন৷
অন্যদিকে বল বিকৃতির কাণ্ডের সঙ্গে জড়িত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে রিটেন করল সানরাইজার্স৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ডে জড়িত থাকায় ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনের কোপে পড়েন ওয়ার্নার ও ঘটনার সঙ্গে যুক্ত অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷ নির্বাসনে মুখে পড়ায় দুই ক্রিকেটারেরই আর আইপিএল খেলা হয়নি৷
ঘটনার বছর ঘুরতে নির্বাসন থেকে মুক্তি পেয়ে ক্রিকেটে ফিরলে ওয়ার্নারের অবশ্য আইপিএল খেলায় কোনও বাধা নেই৷ সেকারণেই তাঁকে রিটেন করার সিদ্ধান্ত ফ্র্যা়ঞ্চাইজির৷ ২০১৭-র আইপিএলে সানরাইজার্সের অধিনায়কের ভূমিকায় ছিলেন ওয়ার্নার৷ তাঁর অনুপস্থিতিতে শেষবার নেতার দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ওয়ার্নার ফিরলে তাঁকে নেতা ভূমিকায় ফেরানো হবে কিনা সেবিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসতে নারাজ ফ্র্যাঞ্চাইজি৷