Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোখের জলে ইংল্যান্ডের জার্সিকে বিদায় জানালেন রুনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:০০ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


রুনিকে ফেয়ারওয়েল ম্যাচে জয় উপহার সতীর্থদের৷ বৃহস্পতিবার রাতে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমছিলেন ওয়েইন রুনি৷ তিনি গোল না পেলেও তাঁর দলের জয় পেতে অসুবিধে হয়নি৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড৷ইংল্যান্ডের হয়ে এদিন গোল তিনটি করেছেন লিনগার্ড(২৫মি), আর্নল্ড(২৭মি) ও উইলসন(৭৭মি)৷ 

৩৩ এর রুনি এদিন মাঠে ৩৩ মিনিট দাপিয়ে ফুটবল খেললেন, বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেন৷ দ্বিতীয়ার্ধে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি(৫৭মি)৷ রুনির পায়ে বল পড়লেই ওয়েম্বলির ৬৮হাজারের বেশি দর্শক এদিন ‘রুনি রুনি’ শব্দব্রহ্মে ফেটে পড়েছে৷ দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচটা এভাবেই স্মরণীয় করে রাখলেন ব্রিটিশ ফুটবলের ‘ওয়ান্ডার বয়’৷

দেশের জার্সিতে ১২০ তম ম্যাচে এদিন ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড ছিল তাঁর হাতে৷ আর বিদায়বেলায় তিন গোলে ম্যাচ জিতে ক্যাপ্টেন রুনিকে পারফেক্টে ফেয়ারওয়েল গিফ্ট দিল ইংল্যান্ড৷ ১৫ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে এভাবেই ইতি টানলেন রুনি৷ দেশের জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচে গোল না পেলেও ২০০ ম্যাচে রুনির গোলের সংখ্যা ৫৩৷যা তাকে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে দেয়।

ওয়েম্বলিতে ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। এ সময় জেসে লিনগার্ড গোল করে এগিয়ে নেন ইংল্যান্ডকে। ম্যাচের ২৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড গোলের দেখা পেলে ব্যবধান হয় ২-০। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় থ্রি লায়ন্সরা। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে লিনগার্ডকে তুলে মাঠে নামানো হয় বিদায়ী ওয়েন রুনিকে। অধিনায়কের আর্ম ব্যান্ড বাহুতে বেঁধে মাঠে নামেন তিনি। ৭১ মিনিটে রুনি অন টার্গেট শট নেন। কিন্তু তার নেওয়া শট ফিরিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ব্রাড গুজান। তবে ৭৭ মিনিটে ইংল্যান্ডের কালাম উইলসন গোল করেন। তাতে ইংল্যান্ড এগিয়ে যায় ৩-০। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে রুনির বিদায়ী ম্যাচে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ওয়েন রুনি ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন। ড্রেসিং রুমে গিয়ে তিনি বিদায়ী বক্তব্য রাখেন। সেখানেও তিনি কান্নায় ভেঙে পড়েন। ম্যাচ শুরুর আগে রুনিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সেখানে রুনি তার পরিবার নিয়ে উপস্থিত হন। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দেয়।

Bootstrap Image Preview