Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ হাসনাবাদ ও নিলুরখামার গণহত্যা দিবস

মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১০:০৯ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১০:০৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আজ ১৬ নভেম্বর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ও নিলুরখামার গণহত্যা দিবস। 

১৯৭১ সালের ১৬ নভেম্বর। নাগেশ্বরী উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার উত্তরে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার গ্রামে পাকিস্তানী বাহিনী গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে এবং আগুনে নিক্ষেপ করে ৭৯ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করে।

আগুনে পুড়িয়ে মারে ওই ইউনিয়ন পরিষদের সেক্রেটারি আপর আলী, বাচ্চানী খাতুন, মইনুদ্দিন মুন্সী, আব্দুস সালাম মুন্সী, হাজেরা খাতুন, আজিজুর রহমানসহ ৭৯ জনকে। গুলিবিদ্ধ হয়ে আগুনে পুড়ে রোকেয়া বেগম, মালেকা বেগম, জামাল, মিছির আলীসহ অনেকে এ গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে বেঁচে আছেন।

একই দিনে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাকিস্তানী বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সেদিন নিরপরাধ ২৯ জন মানুষকে ধরে এনে পাখির মতো গুলি করে মারা হয়। হাসনাবাদের মনিয়ারহাটের মুক্তিযোদ্ধার বাবা আগুন মিয়াকে ধরে নিয়ে এসে হাত-পা বেঁধে আগুনে নিক্ষেপ করে।

 

Bootstrap Image Preview