আইপিএলের আগামী মৌসুমকে সামনে রেখে ফ্রাঞ্চাইজি গুলো দল গোছানোর প্রকিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ায় শেষ মরশুমের দল থেকে একাধিক ক্রিকেটারকে ছাটাই করল নাইট থিঙ্কট্যাঙ্ক৷ যার মধ্যে বেশির ভাগই বোলার৷ তাই ধারণা করা হচ্ছে নতুন মৌসুমের জন্য নিলাম থেকে একঝাঁক নতুন বোলার নেওয়ার দিকে ঝুঁকবে নাইট রাইডার্স৷ নতুন বোলিং আক্রমণেই দ্বাদশ আইপিএলে চমক দিতে পারে তারা৷
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে আগেই গুডবাই জানিয়েছে নাইটরা৷ এবার তাঁর দেশয়ালি বন্ধু মিচেল জনসনকে বিদায় জানাল কেকেআর৷ স্টার্কের মতো তাঁকেও রিলিজ করে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে দ্বাদশ আইপিএলে নাইটদের জার্সিতে খেলতে দেখা যাবে না টম কুরানকে৷ ক্যামেরন দেলপোর্ট ও জ্যাভন সার্লসকেও রিলিজ দেওয়া হয়েছে৷
বিদেশিদের পাশাপাশি দেশীয় ক্রিকেটারদের উপরও কোপ পড়েছে৷ অপূর্ব ওয়াংখেড়ে, বিনয় কুমার, ইশাঙ্ক জাগ্গিকেও রিলিজ করে দিল নাইট রাইডার্স৷ শেষ মৌসুমে নাইটদের জার্সিতে ব্যর্থ হয়েছিলেন বিনয় কুমার৷ সবমিলিয়ে শেষ মৌসুমের ২১জনের মধ্যে ১৩ জনকে দ্বাদশ আইপিএলের জন্য ধরে রাখল কেকেআর৷
টেক্স মেসেজের মাধ্যমে স্টার্ককে বিদায় জানিয়েছে নাইটদের মালিকপক্ষ৷ জানা গিয়েছে, নাইট থেকে বাদ পরটা স্পোর্টিংলি নিয়েছে স্টার্ক৷ সঙ্গে তিনি জানিয়েছেন আইপিএলে পরিবর্তে টেস্ট ক্রিকেটে বেশি সময় দিতে চাইবেন৷
একনজরে নাইট শিবিরে যারা থাকলেন-
দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, সুনীল নারিন, আন্দো রাসেল, নীতিশ রানা, শুভমন গিল, শিভম মাভি, কমলেশ নাগারকটি, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং৷