Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোর্ডের তিনটি শর্ত মানলেই আইপিএলে খেলতে পারবে ফিঞ্চরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM

bdmorning Image Preview


আইপিএল-এ অস্ট্রেলিয়া ক্রিকেটারদের অংশগ্রহনে তিন শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞতিতে জানানো হয়েছে একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়ার  লিখিত শর্ত মেনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। আর তা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে ২০১৯ আইপিএল-এ অজি ক্রিকেটারদের  খেলা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা!

এক. অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ছাড়পত্র ছাড়া কোনও অজি ক্রিকেটারই আইপিএল খেলতে পারবে না। যে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। শেফিল্ড শিল্ড খেলার পর যদি ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য প্রস্তুত থাকে তাহলে তা বোর্ডকে জানাতে হবে। শেফিল্ড শিল্ডের ফাইনাল শেষ হবে এপ্রিল মাসে, সেক্ষেত্রে অনেক অজি ক্রিকেটারই আইপিএলের প্রথম দিকের ম্যাচে অংশগ্রহন করতে পারবে না বলেই মত ওয়াকিফহাল মহলের একাংশের।

দুই. পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পরই আইপিএল খেলতে পারবেন অজি ক্রিকেটাররা। এখনও পর্যন্ত সেই সিরিজের ক্রীড়সূচি তৈরি না হলেও মনে করা হচ্ছে মার্চের শেষ পর্যন্ত ওই সিরিজ চলবে। সেক্ষেত্রেও আন্তর্জাতিক সার্কিটে থাকা অজি ক্রিকেটাররা আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না বলেই আশঙ্কা তৈরি হয়েছে।

তিন. এই দুই শর্ত ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া এও জানিয়েছে,  বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যে ক্যাম্পের আয়োজন করবে তাতে অংশগ্রহন করতে হবে ক্রিকেটারদের।মে মাসের প্রথম দিকে বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ জন ক্রিকেটারের ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়া আবশ্যিক বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড৷

আইপিএলের দ্বাদশ সংস্করণ শুরু হচ্ছে ২৯ মার্চ, ২০১৯৷ চলবে ১৯ মে পর্যন্ত৷ এর ১০ দিনের পরই ইংল্যান্ডের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপ৷ চোট আঘাতের কথা মাথায় রেখে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ২০১৯ আইপিএলে না-খেলার বিধিনিষেধ আরোপ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার উপরের তিন শর্ত মেনে ক্রিকেটারদের আইপিএল অংশ নেওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো।

Bootstrap Image Preview