Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালথায় পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় ৪টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার সালথা হাকিম মোল্যার বাড়ির পশ্চিম পাশের মোড়ে ১টি ব্যাগ থেকে এ বোমা উদ্ধার করা হয়।

সালথা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে একটি পুলিশের টহল টিম রামকান্তুপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সালথা হাকিম মোল্যার বাড়ির পশ্চিম পাশের মোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এসময় টহল পুলিশ, দুর্বৃত্তদের উদ্দেশ্যে করে শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের ভয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ব্যাগের মধ্যে থেকে ৪টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।

এসময় ককটেলের আঘাতে এস.আই আব্দুস সালাম আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, পেট্রোল বোমা ও ককটেল উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview