Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:১৪ PM

bdmorning Image Preview


মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রামে শুক্রবার ভোরে জাহানারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খাসমহল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জাহানারা গ্রামের রেজাউল হকের স্ত্রী।তাঁর বাবা একই গ্রামের আহমদ আলী। পরকীয়ার অভিযোগ তুলে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন স্বামী রেজাউল হক।

নিহতের স্বজনরা জানান, ১০-১৫ দিন আগে রেজাউল-জাহানারা দম্পতির মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। তার জের ধরে জাহানারাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন রেজাউল। পরে গতকাল রাতে স্ত্রীকে বাড়িতে ফেরত আনতে যান তিনি। ফেরার পথে তাহাজের পুকুরপাড়ে রেজাউল জাহানারাকে শ্বাসরোধে হত্যা করেন বলে নিহতের পরিবারের দাবি।

 

রেজাউল হক বলেন, ‘উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের হসেন আলীর ছেলে আখের আলীর সঙ্গে জাহানারার পরকীয়া প্রেম গড়ে ওঠে। বারবার বারণ করা সত্ত্বেও সে কর্ণপাত না করায় ১৫ দিন আগে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তারপরও জাহানারার সঙ্গে দেখা করে তার প্রেমিক। এতে রাগে ক্ষোভে তাকে হত্যা করেছি।’

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বামী রেজাউলকে। পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন রেজাউল। তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


 

 

Bootstrap Image Preview