Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে হুন্ডির টাকা উদ্ধার 

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৭লাখ টাকা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি তারা।    

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার সময় বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্ট এলাকা থেকে এ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে চোরাই পথে আসা এক পাচারকারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সাদীপুর পোঁতাপোষ্টের সামনে অবস্থান করছে। এমন সংবাদে    ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৭ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।

আটককৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview