Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে জাল টাকাসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৫:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখানে ৭টি এক হাজার টাকা মানের জাল নোটসহ মহসিন শিকদার ইমন (৩৪) নামের একজন নকল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের (মীরাবাড়ি) শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামের মো. কুব্বাত আলীর ছেলে। আজ শুক্রবার দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ জাল টাকার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে এর আগে আরো দুটি জাল টাকার মামলা রয়েছে। সে জামিনে ছিল।

তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ি শনির আখরা থেকে ২০/২৫টি ১ হাজার টাকা মানের জালনোট আসল ১০ হাজার টাকায় কিনে এনে ১৩ হাজার টাকা বিক্রি করে বলে জানিয়েছে। সিরাজদিখান থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Bootstrap Image Preview