Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হাইটেক’ অস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০৬:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উচ্চক্ষমতা সম্পন্ন মারণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তবে সেটি একটি হাইটেক অস্ত্র হলেও ঠিক কোন ধরনের অস্ত্র তা জানানো হয়নি।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির জাতীয় প্রতিরক্ষা একাডেমি প্রাঙ্গণে নতুন হাইটেক মারণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন হাইটেক অস্ত্রের কার্যকারিতা দেখে ভীষণ খুশী উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন মারণাস্ত্র তৈরির কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদও জানান তিনি।

এর আগে গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকের পর ট্রাম্প জানান, সকল ধরণের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে উত্তর কোরিয়া। তবে শেষ পর্যন্ত তাতে কোনো অগ্রগতি হয়নি।

Bootstrap Image Preview