Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধীকতাকে হার মানিয়ে সাদিয়া এখন পিএসসি পরিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


আল-কারিয়া, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

দুই চোখজুরে স্বপ্ন, বুক ভরা সাহস, পরিবারের সহানুভূতি ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে সকল বাধা পেরিয়ে প্রতিবন্ধী সাদিয়া আফরিন (১০) এবার প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ করছে।

'শিক্ষা জাতির মেরুদণ্ড' তাই এই শিক্ষ অর্জন করে জীবনে অনেক বড় হতে চায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড় দীঘি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও বাঁকিলা গ্রামের সাদেক হোসেনের প্রতিবন্ধী মেয়ে সাদিয়া।

প্রায় ৩ কি.মি দূর থেকে দাদু আব্দুস সাত্তারের হাত ধরে হুইল চেয়ারে বসে প্রতিবন্ধী সাদিয়া আসে স্কুলে। দাদু সাত্তার এখন প্রতিবন্ধী সাদিয়ার বেশ ভালো বন্ধুও বটে। দাদুর হাত ধরে আজ থেকে পাঁচ বছর আগে ১ম শ্রেণিতে ভর্তি হন সাদিয়া। দীর্ঘ পাঁচ বছরের শিক্ষা জীবনে সাদিয়ার ফলাফল ছিল এক থেকে দশের মধ্যে।

এ বিষয়ে সাদিয়ার শিক্ষক এনামুল হক জানান, অত্যন্ত চঞ্চল ও মেধাবী ছাত্রী ছিল সাদিয়া। আমরা কখনো তাকে প্রতিবন্ধী হিসেবে দেখিনি। চেষ্টা করেছি ওর বন্ধুর মত আচরণ করতে। আশা করি সে জীবনে ভালো কিছু করবে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা যে সমাজের অভিশাপ ও অক্ষম না তা সাদিয়াকে দেখে বোঝা যায়। তবে সাদিয়ার সাফল্যের পিছনে তার দাদুর অবদান অসামন্য।

Bootstrap Image Preview