Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মাটি বোঝাই ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে মাটিভর্তি একোটি ট্রাকের চাপায় সিয়াম মিয়া (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে অাটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে নিহত স্কুল ছাত্র উপজেলার কবিরপুর গ্রামের শিক্ষক ইউসুপ অালীর ছেলে।

নিহত সিয়াম স্থানীয় সৃজন বিদ্যাপীঠ কিন্ডার গার্টেনের ১ম শ্রেণির ছাত্র। নিহত ছাত্রের পিতাও ওই স্কুলের শিক্ষকের দায়িত্ব পালন করে অাসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে বাহুবল থেকে মিরপুরগামী একটি মাটিবোঝাই ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৫৭০৪) স্কুলছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা প্রায় ৪০ মিনিটের মতো অবরোধ করে রাখে এবং ট্রাক চালককে অাটক করে উত্তম-মধ্যম দেয়।

অাটককৃত ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে অাব্দুল হান্নান (৩৫)।

খবর পেয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অালমগীর হোসেন এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং ঘাতক ট্রাকটিও আটক করা হয়েছে।

Bootstrap Image Preview