Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে লিটন দাসকে কিনতে তিন ফ্র্যাঞ্চাইজিয়ের লড়াই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩৪ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে  বাজে পারফম্যান্সের জন্য জায়গা হয়নি লিটন দাসের।তাতে ব্যাচারার একটু মন খারারপ থাকাই স্বাভাবিক।কিন্তু তাঁর মন ভালো করার একটা সংবাদ আছে।সেটি হলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)তাকে(লিটন) নিয়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি লড়াই শুরু করে দিয়েছে।এই তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সব থেকে এগিয়ে আছে প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব।

ক্রিকেটের খবর সংক্রান্ত ওয়েবসাইট 'ক্রিকট্র্যাকার' লিখেছে, এই মুহূর্তে পাঞ্জাবে কোনও নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান নেই। গত আইপিএলেও এই কারণে ভুগতে হয়েছে পাঞ্জাবকে। এবার তাই দলের এই অভাব পূরণ করতে চায় তাঁরা। আর সে জন্যই লিটন দাসের কথা আসছে আলোচনায়।

লিটন দাস হয়তো গেইলের মতো আগ্রাসী খেলতে পারবেন না। তবে সাম্প্রতিক বেশ কয়েকটা সিরিজে লিটনের পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজি কর্তাদের নজরে এসেছে। তা ছাড়া কিপার হিসেবেও লিটনকে ভরসাযোগ্য মনে করছে তাঁরা। ফলে এবার লিটন দাস কিন্তু আলোচনায় থাকবেন।

Bootstrap Image Preview