Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাঁসের ডাকপ্লেগ রোগ, স্বপ্নভঙ্গ দুই উদ্যোক্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের হাঁস পালনকারী উদ্যোক্তা জহরুল হক ও আসাদুজ্জামান রানা। হাঁসের খামার করে স্বাবলম্বী হওযার স্বপ্ন তাদের। কিন্তু ডাকপ্লেগ রোগে ভেঙ্গে গেল তাদের সে স্বপ্ন।

গত তিন দিনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত দেড় হাজার হাঁস। সাড়ে ৬ মাস আগে পারিবারিকভাবে অর্থ সংগ্রহ করে ৬ লাখ পুঁজি দিয়ে ৪ হাজার হাঁস দিয়ে শুরু করে ওই খামার। ভাগ্য বদল করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু এ রোগে আক্রান্ত হয়ে হাঁস মারা যাওয়ায় সর্বশান্ত হয়ে গেল ওই দুই যুবক।

খামার উদ্যোক্তা জহুরুল হক মিঠু বলেন, হাতীবান্ধা উপজেলা প্রাণি ও পশুসম্পদ দফতরের ব্লক সুপারভাইজার মোতাহারুল খামারে এসে চিকিৎসা দিলেও হাঁস মারা রোধ হয়নি। সম্ভবত ভূল চিকিৎসার কারণে আমার হাঁসের খামারে হাঁস মরে সাবাড় হয়।

তবে ওই ব্লক সুপারভাইজারকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেস্টা করে পাওয়া যায়নি।

উপজেলা প্রাণি ও পশুসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমার জানা নেই। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শনে যাব।

Bootstrap Image Preview