Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালীতে বিষাক্ত ট্যাবলেট খেয়ে দুই কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামে ধান-চালের পোকা মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে দুই কিশোরী শোভা (১৩) ও রোজিনা (১২)।

আজ শনিবার বিকেল 3টায় তারা ওই ট্যাবলেট খাওয়ার পরে অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎস্যার জন্য পার্শ্ববর্তী ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব-ইন্সপেক্টর সুদেব হাওলাদার। নিহতরা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। 

পুলিশ আরো জানায়, উভয়ে চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শোভা চরমার্গারেট গ্রামের মোহসীন চৌকিদারের ও রোজিনা গলাচিপার পানপট্টির বিপুল মৃধার মেয়ে। দুই মামাতো-ফুপাতো বোন একই সাথে লেখাপড়া করতো। একই ছেলের সাথে প্রেমঘটিত বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার কারণে কিশোরীদ্বয় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মিত্র জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
 

Bootstrap Image Preview