Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ৪ ডাকাত আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের জর্জ একাডেমি মার্কেটের পেছন থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘরের গ্রীল কাটার যাবতীয় মালামাল উদ্ধার করা হয়। আজ শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

ডাকাতরা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের মাইঠকুমড়া গ্রামের কাজী আমজাদ হোসেনের ছেলে সুফিকুল ইসলাম (২৫), আবু জামান সিকদারের ছেলে মাসুদ সিকদার (৩০), জাহাঙ্গীর সিকদারের ছেলে আল আমিন সিকদার (২২), বরিশাল জেলার উজিরপুর উপজেলার মানিককাঠি গ্রামের রহিম ফকিরের ছেলে মাইনুল ফকির (২৭)।

থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান বলেন, ওই চার ডাকাত ডাকাতি মামলার পলাতক আসামি। এ ছাড়া তারা টাওয়ারের ভ্যাটারী ও তার চুরি করেন। ওই চারজন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

তিনি বলেন, তাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। তারা বোয়ালমারী থানার একটি ডাকাতি মামলার আসামি। মামলা নম্বর-১৩। তাদেরকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview