Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম দল হিসেবে সেমিতে পর্তুগাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


দলে তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো নেই তাতে কী হয়েছে। তাঁকে ছাড়াই প্রথম দল হিসাবে উয়েফা নেশনস লিগের সেমিতে পৌঁছে গেল পর্তুগাল। শনিবার অ্যাওয়ে ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচের আগে এক পয়েন্ট দরকার ছিল পর্তুগালের পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য। 

ইতালির মিলানের সান সিরোয় শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৩ এর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে নিজেদের মাঠে ইতালিকে ১-০ গোলে হারিয়েছিল ফার্নান্দো সান্তোসের দল।

ম্যাচে হোম টিমেরই দাপট ছিল বেশি। প্রায় ৭০ শতাংশ বল পজেশন। প্রথমার্ধে দাপটেই শুরু করে নীল জার্সিধারীরা। বিপদ তৈরি করেছিলেন তাদের তারকা স্ট্রাইকার সিরো ইমমোবাইল। কিন্তু তা থেকে বিপদ হতে দেননি পর্তুগাল কিপার প্যাটরিসিও।

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা খেলায় ফেরার চেষ্টা চালায় বর্তমান ইউরপিয়ান চ্যাম্পিয়নরা। সুযোগ পেয়েছিলেন উইলয়াম কার্ভালোরা। কিন্তু তা থেকে বিপদ আটকান ইতালিয়ান কিপার ডোনারুমা।

এই নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার সান সিরো-তে ০-০ ব্যবধানে কোনো টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ইতালি। গত নভেম্বর সুইডেনের বিরুদ্ধে একই স্কোরলাইনের ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় তারা।

এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পর্তুগালকে আর কেউ টপকাতে পারবে না। পোল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।এদিকে  ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গ্রুপ পর্ব শেষ করল ইতালি।

Bootstrap Image Preview