Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে বিসিএল থেকে বাদ পড়লেন আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৩:০৫ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেট সহ সকল ধরনের খেলায় ফিরেছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মুক্তির পরেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দল পেয়েছেন এই সাবেক ক্রিকেট। বেশ চড়া দামে তাকে কিনেছে  চিটাগং ভাইকিংস। কিন্তু আগামী ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিসিএলে কোন দলই পেলেন না আশরাফুল।

কিন্তু কেন দল পেলেন না? আসলে ফর্মহীনতার জন্য দল পাননি তিনি।গতবার আশরাফুল খেলেছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। এবার তাকে ধরে রাখেনি দলটি। এছাড়া ড্রাফট থেকেও কেউ নেয়নি তাকে।

সবশেষ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে নিজেকে জানান দিতে পারেননি আশরাফুল। এনসিএলে তার এমন বাজে ফর্মের জন্যই তাকে দলে নেয়নি কেউ।

সদ্য শেষ হওয়া ঢাকা মেট্রোর হয়ে আলো ছড়াতে পারেননি আশরাফুল। দলটির হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে সবেমাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ছিল ৪৯ রানের। এছাড়া ব্যাটিংয়ে সঙ্গে বল হাতে ৭টি উইকেট নেন তিনি।

Bootstrap Image Preview