Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৫:৩৮ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।  

আজ রবিবার সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম) এর সভাপতিত্বে জেলা পুুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সততা ও কর্ম দক্ষতার পর্যালোচনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।  

পরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম) শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন। 

এছাড়াও সভায় পুলিশ সুপার সার্বিক বিষয়ে অফিসার ও ফোর্সদের দিক নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পুলিশের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। 
 

Bootstrap Image Preview