Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জে সমাপনীর প্রথম দিনে অনুপস্থিত ২৩৯ জন

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:৪২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গোলাপগঞ্জে অনুপস্থিত ছিল ২শ' ৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ শ' ৭৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় ৬৫ জন অনুপস্থিত ছিল।

গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে পাওয়া তথ্যমতে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্টিত এ পরীক্ষায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ৭ হাজার ২শ' ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৭হাজার ১শ' ৭৩ জন এবং অনুপস্থিত ১ শ' ৭৪ জন।

এ দিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৬শ' ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫শ' ৮৩ জন এবং অনুপস্থিত ৬৫ জন ছিল।

এ বছর গোলাপগঞ্জে প্রাথমিকে ১৯টি কেন্দ্রে ও ইবতেদায়ীতে ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।

অনুপস্থিতির কারণ সম্পর্কে গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার জানান, কিছু শিক্ষার্থী অসুস্থ, বাইরের জেলার কিছু শিক্ষার্থী অন্যত্র চলে যাওয়া, বিদেশ গমণ ইত্যাদি কারনে এসব অনুপস্থিতি হতে পারে। প্রথম দিনের পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে।

Bootstrap Image Preview