Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যার অডিও টেপ শুনতে চাননা ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:২১ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:২১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিক খাশোগি হত্যার অডিও রেকর্ড শোনার কোনো যুক্তি নেই বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের কাছে তুরস্কের সরবরাহ করা এই অডিও টেপ রয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

শুক্রবার ফক্স নিউজকে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি ওই টেপ শুনতে আগ্রহী না। ওটি শোনার কোনো মানেই হয় না।

তিনি বলেন, ঘটনার বিবরণ শোনাই তার কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে। কারণ এটা ভয়ঙ্কর ও আতঙ্কের। খাশোগি হত্যাকাণ্ডকে তিনি হিংস্র, ঘৃণ্য ও ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেন।

তবে গত শনিবার তিনি বলেছেন, এমবিএস নামে পরিচিত সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান তাকে বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডে তিনি কোনভাবেই জড়িত ছিলেন না।

বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, অন্যকেউ কী সত্যিকারভাবে জানতে পারবেন?

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন আগামী দুই দিনের মধ্যে খাশোগি হত্যা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। কে সেই হত্যাকাণ্ড চালিয়েছেন, এতে তাও উল্লেখ করা হবে।

Bootstrap Image Preview