Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত্যু গেলে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা।

পুলিশ সূত্রে খবর, রবিবার যাত্রীবোঝাই বেসরকারি বাসটি জানকিছাত্তি থেকে বিকাশনগরের দিকে যাচ্ছিল। ডামটার কাছে যমুনাত্রী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শ মিটার গভীর একটি খাদে পড়ে যায় বাসটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয়।

ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ডাকা হয় এসডিআরএফ বাহিনীকেও। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি হাইওয়ে দিয়ে প্রচণ্ড গতিতে আসছিল। ডামটার কাছে হঠাৎ করেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। উত্তরকাশীর জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসটি বেপরোয়া গতিতে চলার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই সেটা খাদে গিয়ে পড়ে।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Bootstrap Image Preview