Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা হলেন নেহা ধুপিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:০৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৪:০৪ PM

bdmorning Image Preview


মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। গত রবিবার (১৮ নভেম্বর) সকালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এটাই নেহা ধুপিয়া ও অঙ্গদ দেবী দম্পতির প্রথম সন্তান।

চলতি বছরের মে মাসে তাদের বিয়ের একটি ছবি আপলোড করে চমকে দিয়েছিলেন সকলকে৷ এরপর গত আগস্ট মাসে টুইটারে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে নিয়ে এসে বেশ সমালোচনার মুখে পরেন এই দম্পতি।

সবার ধারণা অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই তারা চুপিসারে বিয়ে করেছিলেন । এমনই অনেক কটাক্ষের স্বীকার হন এই দুই তারকা। এরপর অবশ্য তারা চুপ করে থাকেননি। সকলকে কড়া জবাব দিয়েছেন। যদিও এখন সেগুলো সবকিছু অতীত৷ আর সে জন্যই সব অতীত ভুলে এখন প্রথম সন্তানের খুশিতে বেশ আত্মহারা হয়ে আছেন এই দম্পতি।

সাবেক ‘মিস ইন্ডিয়া’ নেহা এবং তার স্বামী অঙ্গদ অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। সবশেষ তাকে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় সালমান-ক্যাটরিনার সঙ্গে দেখা যায়।এই সিনেমায় তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

Bootstrap Image Preview