Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী'তে কোস্টগার্ডের অভিযানে প্রায় শত মন জাটকা আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার রাবনানদে অভিযান চালিয়ে প্রায় শত মন জাটকা ইলিশ আটক করেছে, পায়রা বন্দর কোষ্টগার্ড কন্টিজেন্স।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে মৌডুবী থেকে গলাচিপাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি নবনীতায় অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়েছে। এসময় কোষ্টগার্ডদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, পায়রা বন্দর কোষ্টগার্ড'র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুলসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতে আটককৃত মাছ ১৭টি লিল্লাহ বোডিং, এতিমখানার ছাত্র ও তিন শতাধিক দু:স্থ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

পায়রা বন্দর কোষ্টগার্ড'র কন্টিজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় শত মন জাটকা ইলিশ আটক করা হয়েছে। 

Bootstrap Image Preview