Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউনিসেফ’র মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেল গাইবান্ধার মেহেদী

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এর উদ্যোগে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের ১৪ তম আসরে ১৮ বছরের নিচে প্রিন্ট/অনলাইন রিপোর্ট বিভাগে জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ি’র শিশু সাংবাদিক মো. মেহেদী হাসান বিজয়ী হয়েছে। 

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে মেহেদী হাসানের হাতে পুরস্কার তুলে দেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার, ইউনিসেফ বাংলাদেশ এর শুভেচ্ছা দূত অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও জাদু শিল্পী জুয়েল আইচ।

গাইবান্ধার হরিজন সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিয়ে ‘শিক্ষায় পিছিয়ে গাইবান্ধার সুবিধাবঞ্চিত হরিজন শিশুরা’ শিরোনামে সংবাদ প্রকাশের জন্য বিজয়ী মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে মেহেদী হাসান ২৫ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পেয়েছে। 

অনুভূতি প্রকাশ করে মেহেদী হাসান বলেন, ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়ে আমি খুবই আনন্দিত। এটা আমার সবচেয়ে বড় একটি পাওয়া। অ্যাওয়ার্ড পাওয়ায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। শিশুর জন্য পৃথিবী হয়ে উঠবে সুন্দর ও কোমল। আমি সেই আশায় বুক বাঁধি। 

এবার মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ছাড়াও এর আগে মেহেদী হাসান হাতেখড়ি’র দু’বার বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরস্কার পেয়েছেন। 

উল্লেখ্য, সংবাদমাধ্যমে শিশু সংক্রান্ত প্রতিবেদন যাতে আরও ভালো হয় সে লক্ষ্যে সাংবাদিকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে ২০০৫ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে ইউনিসেফ বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও ইউনিসেফ বাংলাদেশ শিশু বিষয়ক সৃজনশীল কাজ ও সংবাদকে উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু ও বড়দের এই পুরস্কার দিয়েছে। এ বছর ৮৫০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে ১৪ টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে বাছাই করা ৮৫ জনের মধ্যে থেকে ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
 

Bootstrap Image Preview