Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ইউপি মেম্বার গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ইউপি মেম্বার গোলাম বিকরিয়া প্রকাশ পলাশকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে সেনবাগ থানার এসআই মাহফুজুর রহমান, আকতার হোসেন ও এএসআ্ই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, পলাশ সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও ৩নং ওয়ার্ড মেম্বার এবং ওই গ্রামের মৃতঃ বাবুল প্রকাশ মইন উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে ২০০৯ সালে ২২ মার্চ চট্টগ্রামের কোতায়ালী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চট্টগ্রামে বিজ্ঞ বিচারিক আদালত ২০১৫ সালের ৫ মার্চ পলাশকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে। এরপর থেকে সে পলাতক ছিল।

গ্রেফতারের পর পরই দুপুরে তাকে সরাসরি নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে। পলাশ আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।

Bootstrap Image Preview