Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালমান ও তার বাবাকে হত্যার হুমকি দিলেন শাহরুখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৫:২১ PM

bdmorning Image Preview


বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন শাহরুখ। আর এই নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে এই শাহরুখ কোন সুপারস্টার নয়,উঠতি এক তরুণ।

জানা যায়, কিছুদিন আগে সালমান খানের ব্যক্তিগত সহকারীকে ফোন করে ওই তরুণ হুমকি দিয়েছেন। তার দাবি, সালমান যেন তাকে বলিউডে কাজ করার সুযোগটা করে দেয় এবং যদি সেটা না দেওয়া হয় তাহলে তাকে হত্যা করা হবে। শেষ পর্যন্ত সেই তরুণ নিজেকে শীর্ষ সন্ত্রাসী ‘ছোটা সাকিল’র দলের লোক বলে পরিচয় দেন।

শাহরুখ নামের সেই তরুণকে গত সোমবার (১৯ নভেম্বর) উত্তরপ্রদেশ থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার পুরো নাম শাহরুখ গুলাবনবি ওরফে শেরা।

অভিযুক্ত এই ব্যক্তির নাম শাহরুখ হওয়ায় ঘটনাটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। ওই যুবককে আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর) পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে।

এখানেই থেমে ছিল না ঘটনাটি, এরপর সে আবার গত ১৩ নভেম্বর সাল্লুর বাবা সেলিম খানের ফোন নম্বর সংগ্রহ করে তার কাছে সালমানের ফোন নম্বর চান। কিন্তু তিনি ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানালে,তাকেও হত্যার হুমকি দেয় তরুণ।

Bootstrap Image Preview