Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


সিলেটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদ মিয়া (৪০) নামের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শহিদ দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।  

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীদের মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। ঘটনাস্থল থেকে শহিদ নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব। 

এছাড়া ঘটনাস্থল থকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের দাবি করেছে র‌্যাব। র‌্যাবের দেয়া তথ্য অনুযায়ী নিহত শহিদ মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলিবিদ্ধ লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর আজ বুধবার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  
 

Bootstrap Image Preview