Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ৫১ বোলত ফেনসিডিল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ AM

bdmorning Image Preview


মোটরসাইকেলের সিট কভারে অভিনব কায়দায় লুকানো ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বুধবার বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপোতা এলাকা থেকে ফেনসিডিলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারোপোতা তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলযোগে চোরাকারবারীরা বেনাপোলের দিকে রওনা দিচ্ছে। সে সময় পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল ধাওয়া দিলে চোরাচালানীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত মোটরসাইকেল ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview