Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:০৬ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:০৬ AM

bdmorning Image Preview


রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবক আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা তারা হলেন, মো. হৃদয় (২৭) ও লাবু (২৯)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত হৃদয় ও লাবু বংশালে একটি দোকানে চাকরি করেন। হৃদয় শরীয়তপুর জেলার আবদুর রশিদের ছেলে। তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় থাকেন।

হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, আহত দু'জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview