Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই মাস সূর্যের দেখা মিলবে না এই শহরে!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শহরে দুই মাস কিংবা সঠিক হিসেবে ৬৫ দিন দেখা মিলবে না সূর্যের। ২৪ ঘণ্টাই রাতের আবহ থাকবে ওই শহরে, যাকে বলা হয় 'পোলার নাইট'।

আলাস্কার এই শহরটির নাম উটকিয়াগভিক। স্থানীয়রা একে ডাকেন বারোউ নামে। এই শহরে মাত্র ৪ হাজার মানুষের বসবাস।

এই শহরে গত রবিবার সর্বশেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা গেছে। আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত আর সূর্য উদিত হবে না এখানে।

মার্কিন আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।

জোনস বলেন, এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন।

Bootstrap Image Preview