Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষকের বহিষ্কার দাবিতে আন্দোলন

অঙ্কুর সরকার, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সঙ্গীত বিভাগের প্রভাষক সাদমান তাহরীফ প্রত্যয় এর বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এর অভিযোগ এনে তার স্থায়ী বহিষ্কার চেয়ে স্মারকলিপি প্রদান ও মৌন মিছিল করে সঙ্গীত বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অভিযুক্ত শিক্ষকের একটি পোষ্টের(ছবি সম্বলিত) প্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে রেজিস্ট্রার বরাবর অভিযোগ প্রদান করে। তারপর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপাচার্যের সাথে দেখা করে স্থায়ী বহিষ্কার চায় অভিযুক্ত শিক্ষকের।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি পর্যবেক্ষন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদমান তাহরীফ প্রত্যয় বলেন- আমার বলার কিছুই নেই,আমি সকলের ভালো চাই । দুদিনের মধ্যে তারা তাদের প্রত্যাশার ফল পাবে।

Bootstrap Image Preview