Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার সামরিক গোয়েন্দা প্রধান রহস্যজনক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview


রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) প্রধান জেনারেল ইগোর কোরোবোভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ' ছিলেন ইগোর কোরোবোভ। তিনি ২০১৬ সালে সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, ১৯৭৩ সালে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দেন কোরোবোভ। এরপর ১৯৮৫ সালে তিনি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ শুরু করেন। বেশ কিছু সম্মাননা এবং মেডেল পেয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট দিয়ে হামলার ঘটনায় জিআরইউ-এর সম্পৃক্ততার অভিযোগ উঠে।  ওই অভিযানের ব্যর্থতায় রাশিয়ায় সমালোচনার মুখোমুখি হন কোরোবোভ। 

Bootstrap Image Preview