Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণ মামলায় কারাগারে ঢাবি শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে ধর্ষণ একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান এ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার ইন্সপেক্টর শিহাব উদ্দিন এ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আইনজীবী শহিদুল ইসলাম আসামি খালেদ মাহমুদ সম্পূন্নভাবে নির্দোষ বলে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ধর্ষিতার স্বামী। এরপর রাতে ভাটারা থানার পুলিশ বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে আটক করেন।

মামলায় অভিযোগ, বাদী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার সুযোগে আসামি বিভিন মিথ্যা প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর সঙ্গে অবৈধ প্রমের সম্পর্ক তৈরি করে। পরে তার স্ত্রীকে ধর্ষণ করেন।

Bootstrap Image Preview