Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সখিপুরে সাস'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মীর খায়রুল আলম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৮:২৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৮:২৩ PM

bdmorning Image Preview


দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'সাস' এর উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দিনব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে নাক, কান ও গলা রোগ বিষয়ের উপর মেডিকেল ক্যাম্প সম্পন্ন করা হয়।

ক্যাম্পে উপস্থিত থেকে রোগী দেখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম ও ইন্টার্নী ডা. রুহানি বিন্তে আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাস সমৃদ্ধি'র ডা. মনোজ কুমার হালদার ও শামীমা খাতুন ও ৯টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

এ বিষয়ে সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, নাক, কান ও গলা রোগের সমস্যা আজকাল অনেকেরই। গ্রামের এই সাধারণ লোকগুলো চার'শ-পাঁচ'শ টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না। তাই তারা নিরুপায় হয়ে দীর্ঘদিন এই সকল রোগে ভোগে।

তিনি আরও বলেন, সাস এই সকল সাধারণ রোগীর পাশে দাড়িয়ে তাদের স্বাস্থ্যসেবা প্রদান করছে। ভাল চিকিৎসা হলে তারা বিনামূল্যে সেবা পাবে এবং দ্রুত আরোগ্য লাভ করবে। আমরা এ পর্যন্ত ক্যাম্পে নাক, কান ও গলার রোগ বিষয়ের উপরে ১২৫ জন রোগীর স্বাস্থ্যসেবা প্রদান করেছি।   
 

Bootstrap Image Preview