Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানি ক্ষেপণাস্ত্রের মুখে মার্কিন যুদ্ধজাহাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সাগরে মোতায়েন করা যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান আমির আলি হাজিযাদেহ গণমাধ্যমকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটি ও সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আওতায় রয়েছে।’

তার দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক পদক্ষেপ নেয়া হলে মুহূর্তে পাল্টা আক্রমণে ইরান প্রস্তুত বলেও জানিয়ে আমির আলি হাজিযাদেহ বলেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়া হলে, পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইরান।

এদিকে ইরানিদের সন্ত্রাসী জাতি আখ্যা দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানকে ধ্বংস করার মার্কিন স্বপ্ন কখনোই পূরণ হবে না।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের আবারো সন্ত্রাসী জাতি হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইরানিদের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, বর্তমানে তারা সন্ত্রাসী জাতি হিসেবে পরিণত হয়েছে।

পরদিনই এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বলেন, ইরানকে বারবার সন্ত্রাসী জাতি হিসেবে অভিহিত করার মধ্য দিয়ে ইরানিদের প্রতি ট্রাম্পের শত্রুতার মনোভাব ফুটে ওঠে। একইসঙ্গে ইরানের জনগণের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার কারণও স্পষ্ট হয়। ইরানি জাতিকে ধ্বংসে মার্কিন উগ্রপন্থিদের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও জানিয়ে দেন তিনি।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে নতুন ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

এক টুইট বার্তায় আব্বাস আরাকচি বলেন, মঙ্গল ও বুধবার ব্রিটিশ ও ফরাসি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন ইরানের বিশেষজ্ঞ দল।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান আমির আলি হাজিযাদেহ।

Bootstrap Image Preview