Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশুলিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১১:২১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আশুলিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার কলতাসুতী এলাকার জুলহাস ব্যাপারীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হেলেনা আক্তার (২৮) সিরাজগঞ্জের বাসিন্দা ও তার স্বামী মহিদুল হোসেনের বাড়ি নীলফামারী জেলায়। তার দুজনই আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে কক্ষের বারান্দা থেকে হেলেনা আক্তারের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সে পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে অভিযুক্তকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে ময়নাতদন্তের পর গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Bootstrap Image Preview