Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণের পর হত্যা,দুলাভাইয়ের যাবজ্জীবন

নারী ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চুয়াডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে দুলাভাই ইমান আলীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার এ রায় দেন।

মামলার অপর আসামি আব্দুল মজিদ মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে খালাশ প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, ২০১৪ সালের ৯ই সেপ্টম্বর রাতে দর্শনা জয়নগরের লিয়াকত আলীর মেয়ে ফারাজান আক্তার কুটি নিখোঁজ হয়।

পরে ১১ই সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে কুটির দুলাভাই ইমান আলী ও জয়নগরের বিল্লাল হোসেনের ছেলে আব্দুল মজিদকে আটক করে। এদের স্বীকারোক্তিতে নিহত কুটির লাশ উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview