পাকিস্তানের উপকূলীয় শহর করাচির চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ ও তিন হামলাকারী জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও এক নিরাপত্তারক্ষী।
স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এ হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, কমপক্ষে চারজন অস্ত্রধারী কনস্যুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু একটি নিরাপত্তা চৌকিতে তাদেরকে থামায় নিরাপত্তারক্ষীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
কনস্যুলেট এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মীরা ভেতরে নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একটি বোমা বিস্ফোরণের ঘটনাও দেখেছেন তারা। এছাড়া স্থানীয় টিভি চ্যানেলগুলো সেখানে বিস্ফোরণের ধোঁয়ার ছবিও সম্প্রচার করছে। বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।