Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ব্যানার, ফেস্টুন উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (২৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী লিটন চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আত্রাইয়ে সম্ভাব্য প্রার্থী কর্তৃক নির্বাচন সংক্রান্ত সড়কের উপর নির্মিত গেইট খোলে ফেলা হয়েছে এবং পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে। এবার কোন কোন প্রার্থীরা নিজ উদ্যোগে অপসারণের কাজ করেছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, যে সমস্ত স্থানে গেইট ছিল, সেখানে কোন গেইট নেই। গাছে বা বিদ্যুতের খুঁটির উপর যে সমস্ত পোস্টার ছিল তাও খোলে ফেলা হয়েছে। উপজেলা মোটামুটি পরিস্কার পরিচ্ছন্ন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী লিটন চন্দ্র দে বলেন, যতদিন পর্যন্ত একটি অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড থাকবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Bootstrap Image Preview