Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হত্যার পর নারীর লিভার বের করে আলুর সঙ্গে সিদ্ধ করল নরখাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:১৩ PM

bdmorning Image Preview


নারীকে হত্যার পর লিভার বের করে আলুর সঙ্গে সিদ্ধ করে খাওয়ার চিন্তা করছিল দুই নরখাদক। কিন্তু তাদের এই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের।

নৃশংস এ ঘটনা ঘটেছে রাশিয়ার নাখোদকা শহরে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে এক প্রতিবেদনে বলা হয়, ময়লায় স্তূপে রক্তাক্ত ব্যাগ দেখে পুলিশে খবর দেয় সেখানকার স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ওই ব্যাগ উদ্ধার করলে ব্যাগের মধ্যে কাঁটা মাথা, পা ও হাত পায়।

এরপর সাঁড়াশী অভিযান শুরু করে পুলিশ। অভিযানে নিয়োজিত কুকুরের সাহায্য ময়লাস্তুপের পাশে এক ফ্লাটে অভিযান চালায় পুলিশ।

ফ্লাটে অভিযানকালে পুলিশ রান্না ঘর থেকে কড়াই উদ্ধার করে। কড়াইয়ে ছিল সদ্য সিদ্ধ করা মানুষের লিভার ও আলু। সেখান থেকেই দুই নরখাদককে গ্রেফতার করে পুলিশ।

নিহত হওয়া ওই মহিলার বয়স ৪০। এর বেশি কিছু জানায়নি পুলিশ। ওই ফ্লাটের মালিক জানায়, গ্রেফতার হওয়া একজনের নাম সারজেই মস্কোভেতস (৫৯) এবং তার এক বন্ধু।

Bootstrap Image Preview